• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

ধামরাইয়ে মিজানুর হত্যার মূল আসামী গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২৩

মো: মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে মিজানুর রহমান(৪১) নামে এক যুবককে হত্যার ঘটনায় পুলিশ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করেছে । হত্যাকান্ডের সাথে জড়িত থাকা মূল আসামী শাহীনুর ইসলাম(১৯)কে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। আজ রোববার (১৬ জুলাই) সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী শাহীনুর ইসলাম বড়াটিয়া এলাকার আবুল হোসেনের ছেলে।
উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বড়াটিয়া এলাকায়
হত্যাকান্ডটি ঘটেছে। নিহত মিজানুর রহমানের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার বড় রাওতা এলাকার বশির উদ্দিনের ছেলে।
পুলিশ জানা যায়, নিহত মিজানুর রহমানের পরিচয় সনাক্ত করার পর তার পরিবারকে খবর দেয় থানা পুলিশ। নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের মা মোসা: শরিফা বেগম বাদী হয়ে অজ্ঞাত খুনিদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা সূত্রে ঘটনাস্থলে তদন্তে গেলে কেউ কোন কথা বলেনি। পরে পুলিশ মুসল্লী সেজে বিষয়টি স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা গতকাল আবুল হোসেনের বাড়িতে গরু চুরির ঘটনা বলে।
গরু চুরির সূত্র ধরে পুলিশ গতকাল রাতে আবুল হোসেনের বাড়িতে গেলে আবুল হোসেন প্রথমে নানা তালবাহানা করতে থাকে। পরে পুলিশের জেরায় গতকালের গরু চুরির ঘটনা স্বীকার করে আবুল হোসেন। মিজানুর রহমানসহ তিন চারজন লোক গতকাল রাতে চুরি করতে আসে। আবুল হোসেন ও তার ছেলেরা ধাওয়া করলে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও মিজানুর রহমান পালাতে পারেনি। তাকে আবুল হোসেনের ছেলে শাহিনুর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। মিজানুর দৌড়ে আবুল হোসেনের বাড়ির দক্ষিণ পাশে চকের ড্রেনে পড়ে যায়। ভুক্তভোগীর অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে সে মারা যায় বলে জানা যায়।
এ বিষয়ে ধামরাই থানার ওসি হারুন অর রশিদ বলেন, নিহত ভুক্তভোগীর মা শরিফা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে মুল আসামী শাহিনুরকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আসামি শাহিনুর হত্যাকান্ডের কথাটি স্বীকার করেন আসামীকে আজ রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে, গতকাল শনিবার (১৫ জুলাই) সকালে মিজানুর রহমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু লাশ উদ্ধার করতে গিয়ে তার পরনে আন্ডার ওয়ার ছিল। শরীরকে আর কোন জামা কাপড় না থাকায় পুলিশের সন্দেহ হয়। সেই সূত্র ধরে হত্যা কান্ডের মুল রহস্য উদঘাটন করে মুল আসামী শাহীনকে গেল রাত তিনটার সময় গ্রেফতার করতে সক্ষম হয়েছেন ধামরাই থানা পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads